Category: Buffet

এই সব মাত্র ৬০০টাকা ভাবা যায়

খাদক রসিক মানুষগুলো যদি এইভাবে থালা ভড়ে না খেতে পারতো তাহলে কেমনটা হত যদিও আমি খাদক রসিক তাই এতগুলা খাবার একাই খেয়ে ফেলেছি। বাফেট জন প্রতি ৬০০টাকা দিয়ে পেট ভড়ে খেয়ে আসলাম S’MORES CAFE & RESTAURANT থেকে। তাদের ইনটোরিওর এত সুন্দর যে খাবো না ছবি তুলব ভেবেই কুল পাই নাই, খাওয়ার 10 মিনিট আগে গিয়েছিলাম

এ যেনো ডেজার্ট এর এক রাজ্য

যেখানে মেইন কোর্স ও একদম প্রিমিয়াম মানের এবং ডেজার্টের জন্যেই তাদের খ্যাতি। এটি ধানমন্ডি ল্যাব এইডের অপজিটের Royal Buffet তাদের ৮১+ আইটেম ৯৯৯ টাকায়! তো আমার এখনো এতো প্রিমিয়াম আইটেমের বুফে এবং এতো এতো ডেজার্ট এক সাথে খাওয়া হয়নি তাই ভাবলাম একবার রিস্ক নিয়েই দেখি! এতো গুলো টাকা উশুল করেই আসছি পুরো ৩ ঘন্টা খেয়ে।